প্রকাশিত: Mon, Dec 12, 2022 5:28 PM
আপডেট: Tue, Apr 29, 2025 11:13 PM

নাগরিক টিভির সাংবাদিককে হেনস্তা অভিযুক্ত পুলিশ সদস্য প্রত্যাহার

মাসুদ আলম: জাতীয় সংসদ ভবনের সামনে নাগরিক টিভির সাংবাদিক সাইদ আরমানের মাইক্রোফোন কেড়ে নেওয়ায় কনস্টেবল মো. শাহিনুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।  

সোমবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের ডিসি মো. ফারুক হোসেন 

বলেন, রোববার বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ স¤প্রচার করার সময় ডিএমপির প্ররক্ষা বিভাগের কনস্টেবল মো. শাহিনুর রহমান সাংবাদিকের বুম কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘœ ঘটান। বিষয়টি ডিএমপি কমিশনারকে অবহিত করা হয়। তিনি কনস্টেবল মো. শাহিনুর রহমানের অপেশাদার আচরণের জন্য তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।

তিনি আরও বলেন, অভিযুক্ত কনস্টেবল শাহিনুর রহমানকে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব